01718-763398, 01787-290019

logo-last

দেশের উন্নয়নে ও সেবামূলক কাজে পেশাজীবী সংগঠনের অবদান অনস্বীকার্য

একটি দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে পেশাজীবী সংগঠনের অবদান অনস্বীকার্য। আমরা যারা পেশাজীবী আমাদের পেশার স্বার্থে এবং নিজেদের কল্যাণে সংগঠন করি , যা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের মেডিকেল টেকনোলজিষ্টদের অবস্থা খুবই ভয়াবহ রুপ ধারন করছে। ফেসবুক কেন্দ্রীক সংগঠন চর্চার একটা বন্যা বইছে দেশে। যে যেভাবে পারছে এক একটা সংগঠন তৈরি করছে।

যার ফলে কর্মির চেয়ে নেতা বেশি হয়ে যাচ্ছে এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য পাওয়াও দুষ্কর। দুই একজন মিলে সংগঠন তৈরি জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। শুধু ব্যার্থ প্রচেষ্টা মাত্র। একটি শক্তিশালী প্লাটফর্ম বয়ে আনতে পারে জাতির মুক্তির সোফান। কিছু ইগোধারি পদলোভী তাদের ইগোকে ধারালো অস্ত্র হিসাবে ব্যবহার করে জাতিটাকে কুচি কুচি করে ছিন্নভিন্ন করে ফেলছে। এই জাতির আরো একটা মূল সমস্যা জাতিগত ভেদাভেদ। যারফলে অনেক সাধারণ মেডিকেল টেকনোলজিষ্ট সংগঠন বিমুখী হয়ে যাচ্ছে। আমরা যতদিন জাতিগত ভেদাভেদ ভুলে সুসংগঠিত হতে না পারবো ! ততোদিন আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং স্বপ্ন অধরাই রয়ে যাবে। মেডিকেল টেকনোলজিষ্ট জাতি সুসংগঠিত হলেই জাতি পৌছে যাবে সফলতার দার প্রান্তে।

সবার কাছে বিনয়ী আহবান যারা জাতির জন্য কাজ করে তাদের ডাকে সারা দিয়ে তাদের পাশে থাকুন এবং সহযোগিতা করুন। আমাদের সকলের উদ্দেশ্যে একটাই আমাদের পেশার মান উন্নয়ন। আমরা সবাই বিনয়ী হই। সবার শুভ বুদ্ধির উদয় হোক এটাই প্রত্যাশা এবং কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *