ABOUT

BMTA HISTORY

বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট কোর্স চালু হয়েছিলো ১৯৬৬ সালে ৬ মাস মেয়াদী, পরবর্তী সময়ে ১ বছর ২ বছর পরে ২০০৬ সালে ৩ বছর মেয়াদী মেডিকেল ডিপ্লোমা কোর্স চালু করেছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অপর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড ২০০৬ সালে প্রথমে তিন বছর মেয়াদী কোর্স চালু হয়েছিলো এবং পরে চার বছরে উন্নতি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনত্ব থেকে অনেক মেডিকেল টেকনোলজিস্ট পাশ করলেও ২০০৮ থেকে ২০২২ সাল অবদি সরকারি কোন নিয়োগ বাস্তবায়ন হয়নি এবং ২০২২ সাল পর্যন্ত পেশার কোন উন্নতি হয়নি।  এর মূল কারন হচ্ছে এই পেশায় নিয়োজিতরা বিভিন্ন ভাবে বিভক্ত।

এমতাবস্থায় পেশার উন্নয়ন এর জন্য বেশ কয়েকটা সংগঠন মিলে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)  ২০২২ সালের ২১ ফ্রেবরুয়ারীতে সম্মনয়ক মিটিং এর মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক সিলেকশন করা হয় ইলিয়াস মোল্লা ইলু এবং সদস্য সচিব সিলেকশন হয় শামীম শাহ।  সংগঠনটি অল্প সময়ের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডাঃ শারফদ্দিন আহম্মেদ স্যারকে প্রধান অতিথি করে চিকিৎসক সমাজের প্রান পুরুষ চিকিৎসক সমাজের আইকন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল স্যারকে বিশেষ অতিথি এবং অধ্যাপক ডাঃ শাহরিয়ার নবী শাকিল ডীন চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি ছিলেন জনাব সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।  উক্ত প্রোগ্রামে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবিগুলো অতিথিগনদের কাছে উপস্থাপন করা হয়েছে, অতিথিগন আশ্বাস দিয়েছেন দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী কাছে উপস্থাপন করবেন।  সংগঠনটি সমমনা সকল সংগঠনের সাথে সম্মনয় করে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবি নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।