মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের নিমিত্তে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বার্তা-
আসসালামু আলাইকুম, প্রিয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই-বোনেরা,
আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত রয়েছি যেমন- রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপনায় হাসপাতালের সর্বক্ষেত্রেই আমাদের গুরুত্ব অপরীসীম। অথচ দীর্ঘদিন ধরে আমাদের পেশাগত মর্যাদা ও বৈষম্যের বিষয়টি উপেক্ষিত হয়ে আসছে।
আমরা কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করে আসছি স্বাস্থ্যখাতকে আরও বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও উন্নত করা এবং পেশার মর্যা রক্ষার জন্য। এই সংগ্রাম আমাদের সম্মিলিত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের সংগ্রাম।
প্রিয় সহযোদ্ধা, ১০ম গ্রেড বাস্তবায়নের নিমিত্তে ৩০-১১-২০২৫ ইং তারিখে কর্মবিরতিতে সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতি এবং স্বতস্ফূর্ত অংশগ্রহন আমাদের সবার ঐক্যের জানান দিয়েছি। আগামী ০৩-১২-২০২৫ ইং তারিখে সকাল ৮.০০ টা থেকে ১২.০০ পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি অত্যন্ত সুশৃঙ্খল, দৃঢ় ও ঐক্যের সাথে কাধে কাধ মিলিয়ে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভয়-ভীতি, চাপ এবং সকল ধরনের হুমকি-ধামকি উপেক্ষা করে ০৩-১২-২০২৫ ইং তারিখে সকাল ৮.০০ টা থেকে ১২.০০ পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতি পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমাদের দাবী ন্যায্য,
আমাদের সংগ্রাম সম্মানের
আমাদের জয় নিশ্চিত ইনশাল্লাহ।
“১০ম গ্রেড আমাদের দাবী নয় অধিকার”
ধন্যবাদান্তে-
খাজা মাঈন আমিন মন্ত বিএসটি
বিএমটিএ ও এম ট্যাব
মোঃ আব্দুস সামাদ
বৈষম্য বিরোধী মেডিকেল এমন পরিষদ
গাজী সাইফুল ইসলাম বিডিপিএ
মোঃ জহিরুল ইসলাম মহাসটিন
মোঃ সোহেল
মেডিকেল টেকনোলজিস্ট ও ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ
বিএমটিএ
মোঃ মোশারফ হোসেন
মোঃ নাজমুল হুमा
তৌহিদুল ইসলাম পাটোয়ারী
সিনিয়র যুগ্ম আহবায়ক