৩০ হাজার দক্ষ প্রশিক্ষিত বেকার মেডিকেল টেকনোলজিস্ট থাকতেও হাতুড়ে টেকনিশিয়ান দ্বারা রিপোর্ট তৈরি করা হয় মনগড়া। এদিকে সরকারি হাসপাতালগুলোতে মেডিক্যাল টেকনোলজিস্ট পদ শূন্য থাকলেও নিয়োগ নেই ১৪ বছর। সরকারি হাসপাতালগুলো দালালদের দৌরাত্ম্য।
এরই প্রেক্ষিতে অলিতে-গলিতে গড়ে উঠেছে সর্বত্র রোগ নির্ণয়ের নামে সাইনবোর্ড সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ছড়াছড়ি। টেস্ট বাণিজ্য এখন ওপেন সিক্রেট।বেশিরভাগ ক্লিনিক ডায়াগনস্টিকগুলো চলেছে লাইসেন্স বিহীন।
ইচ্ছেমতো নিয়মকানুন তৈরি করে বছরের পর বছর রমরমা চলছে টেস্ট বাণিজ্য।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নেই কোনো তদারকি, নেওয়া হয় না প্রশাসনিক ব্যবস্থা। ভুঁইফোড় এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল বিভাগটি চরম উদাসীন।
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে আলাউদ্দিন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এলাইন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটি মেডিকেল টেকনোলজিস্ট আলাউদ্দিন মিয়া এর পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে।
গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক ( এসআই ) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠন । মৃত আলা উদ্দিন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজা মেহার গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে । তিনি কয়েক মাস ধরে তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , গতকাল শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানটির ঝারুদার মিনা বেগম সাটার খোলে দেখেন তার দেহ ঝুলছে । চিৎকার দিলে লোকজন এসে থানায় খবর দেন । এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম মর্তুজা জানান , মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।