Established in
2022
সংগঠনের লক্ষ্য
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ): সংগঠনের লক্ষ্য
এই সংগঠনের মূল লক্ষ্য বাংলার সর্বস্তরে সর্বসাধারনের স্বাস্থ্য প্রযুক্তি সেবার মান নিশ্চিতের মাধ্যমে ডিজিটাল সোনার বাংলা গঠনে অগ্রনী ভূমিকা রাখবে এবং মেডিকেল টেকনোলজিস্ট জাতির পেশাগত উন্নয়নের কাজ করবে।
সমমনা সকল সংগঠনের সাথে জাতীয় ঐক্য গঠনে ভূমিকা রাখবে এবং মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়নে সরকারের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
সংগঠনের উদ্দেশ্য
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স: সংগঠনের উদ্দেশ্য
- মেডিকেল টেকনোলজি কোর্স ৪ বছরে উন্নীতকরণ, পাঠ্যক্রম যুগোপযুগি/আন্তর্জাতিক মানের করণ, আন্তর্জাতিক পদ্ধতিতে (সিজিপিএ) গ্রেডিং প্রবর্তন, সর্বপরি মেডিকেল টেকনোলজি শিক্ষার মান উন্নয়ন করার জন্য কাজ করা।
- চাকুরী ক্ষেত্রে ১০ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতি চালুকরণ, বিশ্বস্বাস্থ্য সংস্থার আনুপাতিক (১:৩:৫) হারে সর্বোচ্চ ৪০ বছর বয়স শিথিল করে নিয়োগ প্রদানে সরকারের সাথে কাজ করা।
- পেশাগত মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল প্রতিষ্ঠা, এ্যালাইড হেলথ এডুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজি অধিদপ্তর/পরিদপ্তর প্রতিষ্ঠায় সহযোগীতা করা।
- ননমেডিকেল সরকারী কর্মচারী গেজেট হতে সরকারী মেডিকেল কর্মচারী হিসেবে মেডিকেল টেকনোলজিস্টদের গেজেট প্রবর্তন করা।
- বেসরকারী চাকুরীজীবী মেডিকেল টেকনোলজিস্টদের জন্য জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদী নিশ্চিত করতে "প্রাইভেট মেডিকেল প্রতিষ্ঠান নীতিমালা" প্রণয়ন করা।
- ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, উচ্চ শিক্ষা কোর্সে (বিএসসি) সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৭০ শতাংশ কোটা প্রবর্তন, ক্রেডিট সমন্বয় করে সময় হ্রাসকরণ ও উচ্চ শিক্ষা ব্যয় কমিয়ে বেসরকারী মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা প্রণয়ন করা।
- মেডিকেল টেকনোলজি পেশায় নিয়োজিতদের কর্মদক্ষতা সৃষ্টিতে যুগোপযুগি প্রশিক্ষণ, কাজের পরিবেশ, কাজের অবস্থা ও নিজের অবস্থানের উন্নয়ন ঘটানো।
- বেকার সমস্যা দূরীকরনে মেডিকেল টেকনোলজি কোর্স হতে পাশকৃত মেডিকেল টেকনোলজিস্টদের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কর্মক্ষেত্র সৃষ্টি এবং আন্তর্জাতিক ভাবে সাংগঠনিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করা।
- দক্ষ্য জনশক্তি হিসেবে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের পেনশন চালুকরণ ও স্বাস্থ্য ঝুঁকি ভাতা চালুকরণে সরকারকে সহযোগীতা করা।
- জাতীয় দিবস উপ-স্বাস্থ্য সংশ্লিস্ট জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে জন-সচেতনতা সৃষ্টির জন্য র্যালী, বিনামূল্যে রক্তদান কর্মসূচী/স্বাস্থ্য সেবা প্রদান/আলোচনা সভা করা।
BMTA History
A Legacy of Professional Excellence
From humble beginnings in 1966 to becoming a unified alliance in 2022, discover the remarkable journey of medical technology education and professional development in Bangladesh.
কোর্সের প্রবর্তন
বাংলাদেশে প্রথম ৬ মাস মেয়াদী মেডিকেল টেকনোলজিস্ট কোর্স প্রবর্তন করা হয়, যা এই পেশার ভিত্তি স্থাপন করে।
ডিপ্লোমা স্তরের উন্নতি
স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এবং কারিগরি শিক্ষা বোর্ড ৪ বছর মেয়াদী কোর্স চালু করে, পেশার মান উন্নত হয়।
স্থবিরতা ও বিভাজন
এই দীর্ঘ সময়ে সরকারি নিয়োগ না হওয়া এবং পেশাজীবীদের মধ্যে বিভাজনের কারণে ক্ষেত্রটির অগ্রগতি বাধাগ্রস্ত হয়।
বিএমটিএ প্রতিষ্ঠা
পেশার অগ্রগতির জন্য কয়েকটি সংগঠনের সমন্বয় সভার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) গঠিত হয়।
জাতীয় দাবি উপস্থাপন
পেশার অগ্রগতির জন্য কয়েকটি সংগঠনের সমন্বয় সভার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) গঠিত হয়।
BMTA HISTORY
বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট কোর্স চালু হয়েছিলো ১৯৬৬ সালে ৬ মাস মেয়াদী, পরবর্তী সময়ে ১ বছর ২ বছর পরে ২০০৬ সালে ৩ বছর মেয়াদী মেডিকেল ডিপ্লোমা কোর্স চালু করেছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অপর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ড ২০০৬ সালে প্রথমে তিন বছর মেয়াদী কোর্স চালু হয়েছিলো এবং পরে চার বছরে উন্নতি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনত্ব থেকে অনেক মেডিকেল টেকনোলজিস্ট পাশ করলেও ২০০৮ থেকে ২০২২ সাল অবদি সরকারি কোন নিয়োগ বাস্তবায়ন হয়নি এবং ২০২২ সাল পর্যন্ত পেশার কোন উন্নতি হয়নি। এর মূল কারন হচ্ছে এই পেশায় নিয়োজিতরা বিভিন্ন ভাবে বিভক্ত।
এমতাবস্থায় পেশার উন্নয়ন এর জন্য বেশ কয়েকটা সংগঠন মিলে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) ২০২২ সালের ২১ ফ্রেবরুয়ারীতে সম্মনয়ক মিটিং এর মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক সিলেকশন করা হয় ইলিয়াস মোল্লা ইলু এবং সদস্য সচিব সিলেকশন হয় শামীম শাহ। সংগঠনটি অল্প সময়ের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডাঃ শারফদ্দিন আহম্মেদ স্যারকে প্রধান অতিথি করে চিকিৎসক সমাজের প্রান পুরুষ চিকিৎসক সমাজের আইকন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল স্যারকে বিশেষ অতিথি এবং অধ্যাপক ডাঃ শাহরিয়ার নবী শাকিল ডীন চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি ছিলেন জনাব সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। উক্ত প্রোগ্রামে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবিগুলো অতিথিগনদের কাছে উপস্থাপন করা হয়েছে, অতিথিগন আশ্বাস দিয়েছেন দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী কাছে উপস্থাপন করবেন। সংগঠনটি সমমনা সকল সংগঠনের সাথে সম্মনয় করে মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবি নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।