১০ম গ্রেডে উন্নীত হতে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।


স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথের সই করা এক স্মারকে এ প্রস্তাব পাঠানো হয়।


স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্ণিত পদকে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য মতামত প্রদান করেছে।

সেই পরিপ্রেক্ষিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিসটেন্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই তারা এ দাবি করে আসছেন।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যলায়েন্স,
বিএমটিএ
ভারপ্রাপ্ত মহাসচিব এর কৃতজ্ঞতা ও বিবৃতি-

মেডিকেল টেকনোলজিস্টদের প্রাণের দাবি “দশম গ্রেড” অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয়,জনপ্রশাসন বিশেষ করে ইন্টেরিয়ং গভমেন্টের হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা, ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আলহামদুলিল্লাহ।এই অর্জন!
সকল” ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট”দের,
বিটিইবি/আইএইচটি থেকে পাসকৃত ও অধ্যায়নরত মেডিকেল টেকনোলজিস্ট সহযোদ্ধা বন্ধুদের হার না মানা আত্মপ্রত্যয়ী প্রচেষ্টার বহিঃপ্রকাশ মাত্র।মেডিকেল টেকনোলজিস্ট সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

শুভেচ্ছান্তে

মুহাম্মদ আব্দুর রহিম
মহাসচিব (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যলায়েন্স,
বিএমটিএ
-কেন্দ্রীয় সংসদ

Related News

Health News

স্বাস্থ্যর ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেব চন্দ্র বর্মনের ষড়যন্ত্র ফাঁস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণ করেন আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের জেনারেল

Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের জন্য বিএমটিএ এর পূর্ণ সমর্থন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের নিমিত্তে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বার্তা- আসসালামু আলাইকুম, প্রিয়

Health News

মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউল

মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।   আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানীর