অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন বিকল

অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন বিকল
কাজে আসছে না সরকারের শতকোটি টাকার উদ্যোগ।
ধারাবাহিক পর্বের প্রথম পর্ব আজ

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক চিকিৎসার পূর্বশর্ত রোগ নির্ণয় । কিন্তু লোকবল সংকটে প্রান্তিকে বাড়েনি পরীক্ষা – নিরীক্ষা সুবিধা ।

মেশিন থাকলেও নেই অপারেটর । অবহেলায় কোথাও অপারেটর থাকলেও অচল এক্স – রে মেশিন । তৃণমূলের অভিযোগ রয়েছে , যেসব প্রতিষ্ঠানে এক্স – রে মেশিন সচল স্বাস্থ্যসেবা -১ ও অপারেটর রয়েছে সেখানে চিকিৎসকের কমিশনের লোভে ক্লিনিকে পাঠানো হচ্ছে রোগী । লোকবল সংকট আর রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসছে না সরকারের শতকোটি টাকার উদ্যোগ । সারা দেশে ৩৯২ টি এক্স – রে মেশিন বিকল । এতে নষ্ট হয়েছে প্রায় ৩৫ কোটিরও বেশি টাকা । অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা মেলেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে সারা দেশে ৭৪৬ টি এক্স – রে মেশিনের ৩৯২ টিই বিকল স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলে না সমাধান দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জন স্বাস্থ্যবিদদের।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স

(বিএমটিএ) সদস্য সচিব শামীম শাহ বলেন , সরকারি হাসপাতালসহ সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের পদে মহাসংকট থাকলেও নিয়োগের ক্ষেত্রে দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না । বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশে লক্ষাধিক মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন । একদিকে প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার পড়ে আছে অন্যদিকে কোটি কোটি টাকার মেশিনপত্রগুলো অচল অবস্থায় রেখে নষ্ট করা হচ্ছে । সাধারণ মানুষকে তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে ।

তিনি ২০১৩ সালের স্থগিত নিয়োগ সম্পন্নসহ নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জনবল নিয়োগ করে তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান । বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা . ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন , অপারেটর বা মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সরকারের উদ্যোগ ব্যাহত হচ্ছে । বিব্রতকর অবস্থায় পড়ছে সরকার । সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে । হাসপাতালে এক্স – রে মেশিন থাকার পরও অপারেটরের অভাবে রোগী যখন বাইরে থেকে এক্স রে করাচ্ছে , তখন রোগীরা ভাবে বাড়তি পয়সার লোভে হয়তো ডাক্তার বাইরে এক্স – রে করতে করছে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও বাহঃ।

Related News

Health News

স্বাস্থ্যর ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেব চন্দ্র বর্মনের ষড়যন্ত্র ফাঁস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণ করেন আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের জেনারেল

Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের জন্য বিএমটিএ এর পূর্ণ সমর্থন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের নিমিত্তে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বার্তা- আসসালামু আলাইকুম, প্রিয়

Health News

মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউল

মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।   আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানীর