BMTA বরিশাল জেলা আহবায়ক কমিটি গঠিত

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এলায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির এর স্বারক /বিএমটিএ/কমিটি/০০১/২০২২ গত ৩০/০৫/২২ ইং তারিখের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল জেলা আহবায়ক কমিটি চূড়ান্ত করা হয়।উক্ত কমিটি সদস্য সংগ্রহ করে নির্বাচনের প্রস্তুতি নিবে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।নিচে কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত পদ এবং নামের তালিকা প্রকাশ করা হল-

নোটিশ

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,চলমান স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশনায় সিভিল সার্জন কতৃক চলমান অভিজানে যদি কোন সিভিল সার্জন কারিগরি এমটিদের হয়রানি করে তাহলে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। আমরা সর্বদা সহযোগী করতে প্রস্তুত।শামীম শাহসদস্য সচিববিএমটিএ কেন্দ্রীয় কমিটি।০১৭৮৭২৯০০১৯