সাইফুল ইসলাম এর উপর হামলায় নিন্দা ও বিচার দাবি জানাচ্ছে (বিএমটিএ)

তীব্র নিন্দা ও প্রতিবাদ

জনাব মোঃ সাইফুল ইসলাম এর উপর হামলায় নিন্দা ও বিচার দাবি ।

গত ২৯/০৯/২০২২ ইং তারিখ বৃহস্পতিবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এক্সোডনশিয়া কক্ষে অন্যান্য দিনের ন্যায় যথারীতি দায়িত্ব পালনকালে ডেন্টাল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম এর উপর বিডিএস কোর্সের ইন্টার্ন চিকিৎসকদের নৃশংস হামলার শিকার হয় গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়াদী হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে এখনো চিকিৎসাধীন রয়েছেন ।

তার উপর এই ঘৃণ্য হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) পরিবার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *