মেডিকেল টেকনোলজিস্ট মুত্তাকিন বিল্লাহ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছে BMTA

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সাম্প্রতিক দেশের চাকুরীতে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনের সময় মেডিকেল টেকনোলজিস্ট মুত্তাকিন বিল্লাহ অফিসের (ডায়াগনস্টিক সেন্টার) কাজ শেষে মিরপুর-১০ এ বাসায় ফেরার পথে আন্দোলনে বিক্ষোভের মধ্যো পরেন। সেই সময় নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে মেধাবী মেডিকেল টেকনোলজিস্ট মুত্তাকিন বিল্লাহর মৃত্যু হয়!

তার এই অকাল মৃত্যুতে জাতীয় সংগঠন Bangladesh Medical Technologist Alliance – BMTA সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোঃ ইলিয়াস হোসেন ইলু, সম্মানিত মহাসচিব জনাব শামীম শাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ গোলাম রসূল স্বপন ,সাংগাঠনিক সম্পাদক জনাব মলয় বিশ্বাস এবং পূর্ণাঙ্গ BMTA কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টগণ গভীরভাবে শোকাহত। সাথে সাথে সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় সহ স্কুল,কলেজের মেধাবী শিক্ষার্থীদের প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। স্বাধীন সার্বভৌমত্ব দেশে নির্বিচারে ৭১-এর পাক-হানাদারের মত হত্যাকান্ড, ধ্বংস যোগ্য পরিস্থিতি কখনই কাম্য নয়। আর কোন সহিংসতা আমরা এই দেশে দেখতে চাই না। আসুন একসাথে ঐক্য গড়ে দেশের শান্তি,শৃঙ্খলা রক্ষা করি। দেশের সম্পদ, ছাত্র সমাজ,সহ দেশের নাগরিক দলমত নির্বিশেষে সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলি।

পরিশেষে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন জাতীয় সংগঠন বিএমটিএ কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্টগণ।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ), BMTA কেন্দ্রীয় সংসদ।