01718-763398, 01787-290019

logo-last

মেডিকেল টেকনোলজিস্টদের নিবন্ধন সিদ্ধান্ত নেওয়ার জন্য BMTA এর পক্ষ থেকে অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

মেডিকেল টেকনোলজিস্টদের নিবন্ধন যা শুরু হয়েছিল আন্তঃমন্ত্রণালয়ের মিটিং এর আগে সচিব মহোদয় স্যারের সাথে আলোচনার মাধ্যমে,সেই আবার নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটিংএ আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মেডিকেল টেকনোলজিস্ট জাতির পক্ষ থেকে এবং BMTA এর পক্ষ থেকে আমরা অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই সাথে আমরা এটাও আশা করছি চলতি বছরে মেডিকেল টেকনোলজিস্টদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান কাউন্সিল প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

এই রেজিস্ট্রেশন দেওয়ার মধ্য দিয়ে বিটিইবি আইএইচটি সামান্য তম দন্দ থাকবে না ইনশাআল্লাহ।

মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র ঠিক এমনই আশ্বাস দিয়েছে।

কাউন্সিল প্রতিষ্ঠা হলে এমটিদের সুবিধাঃ

১/ জাতীয় গাডিয়ান হিসেবে কাজ করবে।

২/ স্ব স্ব নিবন্ধন পাবে ফলে পেশার মান বাড়বে।

৩/ নিবন্ধনহীন কোন এমটি সরকারি বেসরকারি জব করতে পারবে না, এতে কর্মস্থান বৃদ্ধি হবে। কোন টেকনিশিয়ান টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারবে না।

৪/ পেশায় সুশৃঙ্খলা ফিরে আসবে।

৫/ একই নিবন্ধন ব্যবহার করে একাধিক প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করতে পারবে না।

৬/ কেউ অপকর্ম করলে প্রশাসন সহজে খুজে বের করতে পারবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারবে।

ধন্যবাদান্তে

শামীম শাহ

সদস্য সচিব

বিএমটিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *