বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) এর কেন্দ্রীয় কমিটির সভা ২২/১০/২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা বাস্তবায়নের জন্য বিএমটিএ দ্রুতই কাজ শুরু করেছে…
সভায় অনুষ্ঠিত সিদ্ধান্ত সমূহ নিম্নে নোটিশে উল্লেখ করা হয়েছে ল।
সূত্র: বিএমটিএ/প্লেস/১১/২৪
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২২/১০/২৪ ইং
অদ্য ২২/১০/২৪ই তারিখ পূর্ব ঘোষণা অনুসারে বিএমটিএ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম এর সঞ্চালনায় মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে সকলের আলোচনায় সম্মিতক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছেঃ
১/ বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) মেডিকেল টেকনোলোজিস্টদের জাতীয় সংগঠন হিসেবে “বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলোজি এন্ড ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদ” এর চলমান আন্দোলনে সকল দাবীর প্রতি পূর্ণ সমর্থন করে এবং যে কোন সাংগঠনিক সহায়তা প্রদানে অঙ্গিকারবদ্ধ।
২/ বিএমটিএ কেন্দ্রীয় কমিটি সহ প্রত্যেক জেলা কমিটি মেডিকেল টেকনোলোজিস্টদের জাতীয় দাবি গুলো বিএমটিএ প্যাডে সিভিল সার্জন/ডিসি অফিসে স্বারকলিপি প্রদান করা হবে।
৩/ প্রত্যেক জেলা কমিটির স্বারকলিপির রিসিভ কপি প্রতি জেলা থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় পর্যায়ে প্রধান উপদেষ্টা /স্বাস্থ্য উপদেষ্টার সহিত সাক্ষাত করা হবে।
৪/ স্বাস্থ্য সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে বিএমটিএ এর দাবি উপস্থাপন করা হবে।
৫/ যেসব জেলায় বিএমটিএ কমিটি গঠন করা হয়নি, সেসব জেলায় দ্রুত কমিটি গঠন করা হবে।
মিটিংয়ে আর কোন আলোচনা না থাকায় ভারপ্রাপ্ত সভাপতির অনুমতিক্রমে সভা সমাপ্ত করা হয়।
নিদের্শনায়:
এস এম ওবায়দুর রহমান সভাপতি (ভারপ্রাপ্ত) বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
মুহাম্মদ আব্দুর রহিম
মহাসচিব (ভারপ্রাপ্ত)
বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
web: www.bmtabd.org