ডায়াগনস্টিক সেন্টার থেকে ল্যাব টেকনোলজিস্ট এর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে আলাউদ্দিন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এলাইন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটি মেডিকেল টেকনোলজিস্ট আলাউদ্দিন মিয়া এর পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং   এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে।

গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক ( এসআই ) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠন । মৃত আলা উদ্দিন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজা মেহার গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে । তিনি কয়েক মাস ধরে তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , গতকাল শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানটির ঝারুদার মিনা বেগম সাটার খোলে দেখেন তার দেহ ঝুলছে । চিৎকার দিলে লোকজন এসে থানায় খবর দেন । এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম মর্তুজা জানান , মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *