ডায়াগনস্টিক সেন্টার থেকে ল্যাব টেকনোলজিস্ট এর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে আলাউদ্দিন মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এলাইন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটি মেডিকেল টেকনোলজিস্ট আলাউদ্দিন মিয়া এর পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং   এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে।

গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক ( এসআই ) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠন । মৃত আলা উদ্দিন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজা মেহার গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে । তিনি কয়েক মাস ধরে তেলিখাল স্বপ্ন জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , গতকাল শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানটির ঝারুদার মিনা বেগম সাটার খোলে দেখেন তার দেহ ঝুলছে । চিৎকার দিলে লোকজন এসে থানায় খবর দেন । এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম মর্তুজা জানান , মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।

Related News

Health News

স্বাস্থ্যর ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেব চন্দ্র বর্মনের ষড়যন্ত্র ফাঁস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণ করেন আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের জেনারেল

Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের জন্য বিএমটিএ এর পূর্ণ সমর্থন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৩-১২-২০২৫ ইং তারিখ (অর্ধদিবস) কর্মবিরতি পালনের নিমিত্তে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বার্তা- আসসালামু আলাইকুম, প্রিয়

Health News

মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফিউল

মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।   আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় রাজধানীর